দীপার কথা
মৌমিতা পাল


আমার নাম দীপা
এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি ,
মনের মাঝে আমার অনেক আশা আকাঙ্ক্ষা ,
অনেক কল্পনার জাল বুনি
প্রতিদিন প্রতিমুহূর্তে ,
আর বাস্তবের ঘাতপ্রতিঘাতে
তার মৃত্যু ঘটলে
বেদনায় রক্তাক্ত ক্ষত বিক্ষত হতে থাকি,
তবুও আশা নিয়েই বাঁচি।
মনে বড় সাধ ছিল
ছোট্ট একটি সংসার পাবো ,
সুগৃহিনী হবো ,
স্বামী কে নিজের হাতে রেঁধে খাইয়ে
পরিতৃপ্ত হবো ।
সন্তান কে মানুষ করে
নিজের আশা আকাঙ্ক্ষা মেটাবো।
বাস্তব আর কল্পনা কতটা অমিল
দেখেছি নিজের জীবনে ,
বিয়ে একটা হয়েছিল আমার
তবে সেখানে ছিলনা কল্পনার কোনো স্থান ,
ছিল বাস্তবের কঠিন আঘাত ।
সবকিছু ছারখার করে দিল নির্মম বাস্তব ,
সব হারিয়ে আজ আমি রিক্ত ,
তবুও আমার মনে আজো আছে কল্পনার বাসা ।
আজো আমি স্বপ্ন দেখি উত্তরনের ,
শত কাঁটা দূরে সরিয়ে ফেলে
পেতে চাই একটু আলোর দিশা ।