শিক্ষা
মৌমিতা পাল


যে  আমায় আঘাত দেয় বারে বারে
আমি তার থেকে শিক্ষা নিই
কতটা মনের জোরে
আঘাত করতে পারে সে অপরে ।


যে আমার সামনে করে দম্ভ
নিেজকে  করে উচ্চাসনে  অধিষ্ঠিত
আমি তার থেকে শিক্ষা নিই
পরাজয়ের গ্লানি পার হয়ে  
কিভাবে নিজেকে  করতে হয় প্রতিষ্ঠিত  ।


যে আমারে করে ছলনা
সত্যকে লুকায়ে মিথ্যার ঝুলি নিয়ে
বারে বারে করে প্রবঞ্চনা  
আমি তার থেকে শিক্ষা নিই
মিথ্যার, ছলনার ব্যর্থতা ।


যে আমারে করে অপমান
আমি তার থেকে বুঝি দামী কত সন্মান ।
যে আমার চোখে  আনে জল
আমি বুঝি সে আমার থেকে কত সবল ।


জীবনের  প্রতি পদে পদে আছে শিক্ষা
নঞর্থক থেকে সদর্থক করার দীক্ষা ।
জীবন কি শুধুই  সুখের নাম !
জীবন যে দুঃখ কে জয় করার ধাম ।