বাড়ি ফিরেও স্নান করিনি সমস্তদিন---
তোমার বুকের গন্ধ-পরাগ
নিজের মাঝে বিলীন করার আশায়।


মধ্যরাতে,মাঝসমুদ্রে যে ঝড় ওঠে---
শুনে দেখো, সেই ঝড়ের শব্দ আমার বুকে!
তোমার ছোঁয়ায়।


কত আবেগ,ভালোবাসায় ---
হৃদয়নদী দুকুল ছাপায়,
রুদ্ধ বীণায় সুর খেলে যায়---
খবর রাখো..?


জ্যোৎস্নাঢালা চাঁদের সাথে রাত্রিযাপন
নিবীড় আঁধার বেড়েই চলে---
তোমার আশায়।
   তুমি কোথায়...?