যন্ত্রণার আরেক নাম ভালবাসা!
সেই কবে গোধূলি আলোয়ে দাঁড়িয়ে
আকাশ নদী কে বলেছিলো— 'ভালোবাসি'৷
তার মাশুল নদী কে আজ ও দিতে হচ্ছে ...
আকাশ হয়তো তার ভালোবাসার প্রতিশ্রুতিটা ভুলেই গিয়েছে...
কিন্তু নদী যে নারী, কোনো মেয়ে কি পারে ভুলতে ভালোবাসা?


আকাশের নানান্ সময় নানান্ রঙ পাল্টানো~
দেখেও নদী কুলকুল করে বয়ে চলেছে আকাশ কে ভালোবেসে...
আমি নদী কে জিগ্যেস করেছিলাম সূর্য্যদয়ের সময়,
ভোরের আলো যখন নদী কে রূপসী করে তুলেছিলো;
বলেছিলাম , "নদী তুমি কি সত্যি ই সুখী?"
নদী স্মিত হাসি হেসেছিলো...
উত্তর যা পাওয়ার পেয়ে গেছি ৷


লজ্জা পেলে নারী গোলাপি হয়ে ওঠে...
নদী তারা প্রেমিক আকাশের মর্জিতে সাজে...
যখন আকাশ তার দুধে আলতা রঙ ছড়ায়,
নদীর টেউ গুলো তখন আরও আদুরে লাগে...
নদী তার দু হাতের মতো ধেউ দিয়ে ছুঁতে চায় আকাশকে...
কিন্তু আকাশের যে খেয়াল ই নেই...
সে যে ভালোবাসার কথা ভুলে রঙ পাল্টায় সারাদিন ধরে...
হয়তো তার অন্য কোনো প্রেমিকা এখন ...নদী ছাড়া...


ভালোবাসার রঙ কি? লাল না নীল?
এই প্রশ্নটা করেছিলাম কাল একা নদী কে কানে কানে...
নদী চুপি চুপি বললো, "শোনো, অপেক্ষা করে আছি যুগ যুগান্তর ধরে...
কত লালচে নীলচে সবুজ তরঙ্গ বেয়ে ঝুঁকে এলো আকাশ...
তবু কাছে এলোনা~


আজ বুঝতে পেরেছি একাকী ভালোবাসার অপর নাম যন্ত্রণা...
তবু বাড়িয়েছি হাত, আকাশ ছোঁয়ার আশায়!!!"