আমাদের খুব কপালপোড়া জানিস
পোড়া আলুর গন্ধ ভালো, বেগুন পোড়ার স্বাদ ভালো, শুধু এই আমাদের যন্ত্রণা কালো।
কি গভীর কালো! তুই কি বুঝিস?
ছেড়ে দিতে দিতে ক্ষত হই, ক্ষতি নেই।
নিজেদের একমুঠো সময় নেই।
শব্দ নেই
সত্যের যন্ত্রণা নেই
শুদ্ধের কল্পনা নেই।
শুধু নেই নেই?
তাই আর কিচ্ছু নেই।
থাকবে না।
একবার মানুষ হবি তুই?
এই মানে আশ্রয়, বট বৃক্ষের ছায়া..
হাহাহাহা...  হাসছিস?
আর কিচ্ছু বলার নেই৷


লেখা: ১২ অক্টোবর, ২০২০
স্থান: ডিবুর্গ