কখনও কাব্য লিখিনি, লিখেছি মনের ছবি।


কেউ বলবে- ছবি? সে তো আঁকার বিষয়!


হবে হয়তো, আমি তো আঁকতে জানি না-
তাই লিখি শুধু মনের ছবি;
সময় কে বেঁধে রাখি কাগজে -কলমে।


বৃষ্টিতে ভিজে কখনও কান্না লুকাইনি,
মাঝরাতে অন্ধকারে শুধু বালিশ ভিজিয়েছি।
অপ্রকাশ্য সত্যকে লালন করেছি-
ভুল-শুদ্ধের হিসেব কষে গেছি


কখনও কাব্য লিখিনি,তবে সাদা মেঘের ভেলায় চড়ে
রঙিন স্বপ্ন বুনেছি।


কষ্ট - দুঃখে চিৎকার করে প্রিয়কে বলিনি কখনও,
হাতটি ধরো।
জোছনা রাতগুলো পরীর দেশের কল্পতেই ভেবে শেষ হয়।
প্রিয় বলেনি, একটা কবিতা শোনাও দেখি।


রাত শেষে ভোর হয়,সোনালি সূর্য হাতছানি দেয়-
মনে হয় বড় একা আমি।


তবু লিখিনি কোন কাব্য।


বলতে গিয়ে বলিনি কিছুই,
লিখেছি শুধুই মনের কাব্য।।


লেখাঃ ২০০৮