মন ভাল নেই কাল জোছনা ছিল,
আকাশের মেঘ থমকে ছিল
দখিনা বাতাসে ঝড় উঠেছিল
আমার আঁধার ঘরে আলো ছিল না।
রাতের ঝিঁঝিঁ পোকারা সঙ্গী হয়েছিলো
আর অতৃপ্ত আত্মার মন কেঁদেছিল--
কাল, আজ, আগামীকাল, অনন্তকাল...
আমি তাই মন খারাপের দলে।
উড়ে চলা প্রজাপতি, ঘাসফড়িঙের দলে...
মেঘে মেঘে ভেসে চলা গাংচিলেদের দলে।
তাই আজ আমি বৃষ্টি হয়ে ঝরবো,
আগামীকাল হয়তো অনন্তকাল।
কেন? অশান্ত সময়, আমার মন খারাপ আজ।"


লেখা: ১৬ই মার্চ, ২০০৮