তুমি কি শুধু লাল বউ?
হলুদ পাতায় শিউলি ফুলে
হেমন্তদিনের ঝরাপাতা-


কেউ জানে না, না জানুক
শালুক ফুলে ইচ্ছে ফুটুক
ঝিলের পাড়ে শহরতলী ছড়া-


একটি কুঁড়ি অনেক পাতা
আকাশ ভরা হাজার তারা
অমাবস্যায় অভিমানে ঢাকা-


এখন সময় ভুলে যাবার
সবুজ বনের রেখা
ক্ষনিক বেলার রংতুলিতে
স্বপ্ন ভাঙার খেলা।


এখন সময় বিহান বেলার আগে
সব দহনে লাল সমার্থ
হলুদ বুটে নীল শহরের ভিসা।


লেখা: ১৭ নভেম্বর,  ২০২০
স্থান : ডিবুর্গ