তোমাকে পাওয়ার আশায়
মনে পড়ে-
একবার আমি মহাশূন্যে ঝাপিয়ে পরেছিলাম...
শুধু তোমাকে পাওয়ার আশায়
অনন্তকাল নিঃস্বীম শুন্যতায় ভেসে ভেসে
শুধু তোমারই অপেক্ষা করেছিলাম...


অনন্ত নক্ষত্রবিথী ঘুরে ঘুরে
ইথারে তোমার কন্ঠের সুরে সুরে
হারানো স্মৃতিগুলোকে পরিপুষ্ট করে
অবশেষে ভয়াল কৃষ্ণবিবরের ফাদে পা রেখেছিলাম...


আজ দু'যুগ পরেও দেখি
বঙ্গপসাগরের বুকে দারুচিনি দ্বীপ হয়ে
জেগে আছি এই বাংলায়...
শুধু তোমাকে পাওয়ার আশায়...