বিদায় দিলেও সে যে নাছোড়বান্দা ভারী
যেতে নয় রাজি, দিন থেকে নেয় আলো শুষে
বিসর্জনে, বিষাদে কাটে যে সময় অবশেষে
অক্সিজেন, রেমডেসিভিরে আটকে চিকিৎসাকারী।


তবু কাটে দিন, অন্দরে গভীর অগভীর ক্ষত
একলা থাকার অভ্যেসে ভুলে যাই যত প্রত্যয়
আত্মীয় অনাত্মীয় হয়, জীবন যেন শুধু অবক্ষয়
যতসব গল্পেরা ইতিহাস হবে, দুঃসময় হলে গত।