এই যে আষাঢ়, মেঘের সময়ানুসার বৃষ্টি অঝোরধারায়
ঝরঝর তড়বড় বৃষ্টিতে কদম মাথা নাড়ে পাড়ায় পাড়ায় ।


এই যে আষাঢ়, নিশ্চুপ সংসার, শুধু ভেজাবার বাহানা
স্থলে জলে, জলে জলে ভিজে ভিজে বাঁচবার সাধনা।


এই যে আষাঢ়, বৃষ্টির অঙ্গীকার, নেপথ্যে ভালবাসা
কৃষকের বুক বাংলার মুখ, আমাদেরই ভরসা।


এই যে আষাঢ়, ঋতুর  অহংকার, বাদল অনিবার্য
নিম্নচাপে মেঘের ভাষার অলংকার অনস্বীকার্য।