ডুবে যাচ্ছে শহর 
অথচ আমাদের কোন বর্ষাবস্ত্র নেই 
ভেজা মনে তো বৃষ্টির মায়ার 
                       ভেতর থাকা 
সেই কবেকার বেদনারা জলাশয় হয়ে ওঠে 
তখন বাজতে থাকা নদীর সুরে আমাদের সুখ ও আরোগ্য 


একমাত্র ছায়াবৃষ্টিই পারে তখন 
সোজাসুজি তাকিয়ে থাকতে ।