এই যে মেঘেদের দরবারে ভীষণ জোরালো দাবি উঠল
ভরিয়ে দিতে হবে মাঠ-ঘাট-পথ
শ্রাবণ ক্ষেতে ধান রোপনের জল
পাখিরা  সরব হল বৃষ্টির জলে স্নানের দাবিতে
ঘাসেরা বৃষ্টিবিন্দুতে মাথা  দোলাবে বলে  প্রস্তুত হল
গাছেরা সবুজ হবে বলে ঠায় দাঁড়িয়ে
পাহাড়ের ঝর্ণা উন্মুখ হয়ে বসে
                          উচ্ছল হবে বলে -


এখন তাই মেঘমল্লারের আলাপে দুঃখ কোরো না।