বৃষ্টির প্রস্তর
মৌসুমী ভৌমিক
******************
রোদ আঁকতে চেয়ে মেঘ এঁকেছি
তাই বলে আকাশজুড়ে বৃষ্টি !
তুমি তো সাক্ষী স্বপ্নমোড়কের
ভালই জানো আমি এ পথে কমই হাঁটি।
হঠাৎ সকালের রোদ্দুর ভুলে
        নীল সাদায় ভরিয়ে তুলেছি তুলি
                                 নবজাত মেঘ
মেঘের দুপুরে সোনালি চিলের বুক
তাই বলে বাতাসের গায়ে ঝঞ্ঝা
            জানলায় ঝড়ের উল্লাস বেগ !


এত বিষন্নতা কোথায় রাখবো বলো
জানি না কে এখানে রেখে দিল
                                     বৃষ্টির প্রস্তর
সাদা অক্ষরে অক্ষরে কান্নার ইশারা
এর থেকে ঘুমিয়ে থাকা ঢের ভাল


এখন ভোর আঁকলে নরম আলোতে চুপচাপ এসো।