দোল
মৌসুমী ভৌমিক
***************
পলাশ হাসে ফাগুন দিনে
শীত দেখছে বসে
বৃষ্টিও নাচে মধুর তালে
বসন্ত ভালবেসে।


তারই মাঝে দোল এসেছে
মন করেছে ভালো
হরেক রকম আবীর রঙে
চারদিকটা আলো।


শিমূল লালে হোলি খেলা
সাজবে সবাই সঙ
আনন্দে আজ খুব লেগেছে
কৃষ্ণচূড়ায় রঙ।


খুশির দিনে আঁধার ঘুচুক
পরাও আবীর - ডোর
মানুষ মাঝে আসুক আজ
রঙিন প্রীতির ভোর।