অধুনা থেকে অধুনান্তিক পথে হাঁটতে গিয়ে 
পার হয়ে যাই কত কত ব্রীজ 
তার গায়ে হয়ত তেমন কোনও লেখা নেই 
                নেই দিকনির্দেশ
তবে আছে অতল ভাবনার পরিসর
যেখানে পা ছড়িয়ে বসে রয়েছে বিস্তৃত চরাচর
পরম মমতায় দুহাতে এগিয়ে আসে
যেখানেই পা দিই ডুবে ডুবে যাই অনন্ত আবেশে
আধুনিক দৃশ্যপটকে পাশে রেখে ছুটি
সীমাহীনতার দিকে
হাঁটতে হাঁটতে শেষ হয় না পথ 
হয়তো কোন শেষই নেই 
যে রাস্তা চলে গিয়েছে অনন্তের দিকে 
                    অজানার দিকে
                       বন্ধনহীনতার দিকে
                         যেতে চাই ...
হয়ত অতিশয়োক্তি
হয়ত জ্ঞানের আস্ফালন
তবু ভাবনা আর মনের ছোটার সাথে 
    ইচ্ছে হয় ছুটতে
প্রগতিশীল পথের ধুলোবালিছাই মেখেই যে 
      যাপন ছিল
সেখানে আঁকা হয় মনোবাসনার ভবিষ্যৎ রূপ
অ্যাবসার্ড দৃশ্যকল্পে পা রাখতে রাখতে
      হয়ত ধাবমান নিঃশেষের দিকে
তবু জ্যোৎস্না মাখি সে পথের
 ভাবি এটাই ভবিতব্য।