হারানো স্মৃতির  গোলকধাঁধার মাঝে লুকিয়ে লুকিয়ে থাকে মিঠে সুবাস
হাতড়িয়ে খুঁজলে কেটে যাবে পক্ষকাল
যেখানে বৃষ্টির অজস্র সংলাপ
মেঘের সুদীর্ঘ আলাপ আঁচল বিছিয়ে আছে
নিজে নিজে ছাই হওয়া দাবিহীন আগুন
লাল রঙ নিয়ে বসে আছে কোনোদিকে ।
নিস্তেজ সেসব শব্দদের সহজেই খুজে পাওয়া যায়
অথচ কতসব সমাবেশে এসেছিল আলোর চিঠি
প্রবল মিঠে সম্বোধনও
খুঁজতে গেলে হন্যে হবে
প্রশান্ত সুরের সুবাসিত সে স্মৃতি ।


সুখ আর দুঃখের মধ্যে যার প্রাবল্য বেশি
তার ঢেউ তো ছাপিয়ে যাবেই
তবে ডুবুরীর কাজই তো খোঁজা।