সেই অতীতে তো কেবল একবার
পাহাড় দেখব ভেবেছিলাম
সবুজে সবুজ ঘেরা, সুউচ্চ অভিমানীকে।
ভেবেছিলাম জেনে নেব কাঠিন্যের গুপ্ত রহস্য
নুড়ি পাথরের স্নেহের শাসন।
ভেবেছিলাম অর্জিত অভিজ্ঞতাকে সঞ্চয় করব
আমার টুকিটাকি রাখার ব্যাগে।
কখনওসখনও খুলে দেখে নেব, আমার প্রিয় বন্ধুকে বলব
এই দুর্লভ ভ্রমণকাহিনী।


সুউচ্চ সুচরিতা তো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
নিবিড় হয়ে এল জীবনে
সকাল সাঁঝের মায়াবী কথনে।


এত নিঝুম হতে শিখিনি কখনও


ক্রমশঃ বাতাসের শব্দ
সবুজের গন্ধ
নিঃশব্দ চারণে অভ্যস্ত হতে হতে
এখন নীরবতায় ভাসিয়ে নিতে পারি নিজেকে
ঝরা পাতার ঝরণা দেখেও খুশি হতে পারি অনায়াসে।


দুহাত বাড়িয়ে রাখতে পারি
বর্ণহীন অজানার আহ্বানে।