নির্জনতা খুঁড়ে কি পাবে
       সেই তো তীব্র নির্জনের আত্মম্ভরিতা
তার নিশ্চুপ রূপ, নীরবমুদ্রার কাছে মাথা নত করে
                   প্রকৃতির কঠিনতর প্রাবল্যও।
নির্জনেরও নিজস্ব শান্ত আগুন আছে, যার
               স্তিমিত তেজেও যে বহ্নি
আর ঈর্ষাপোড়ানো শক্তি
যজ্ঞপুরুষও ভেঙে পড়ে, ভাঙে তার অহমিকা
এই গোপন অর্পণেই নির্জনের অহংকার
যা জ্বলে থাকে নিস্তব্ধের সাম্রাজ্যে।


নির্জনের নরম ডানাতেও প্রচন্ড কাঠিন্যতা
দু'দণ্ড বসলেই দেখো শুনিয়ে যাবে
ভারী পাহাড়ের আত্মকথা বা জনহীন বনাঞ্চলের গল্প । পাথরটুকরোর উপর দিয়ে বয়ে চলা ছলাৎ ছল জলের ঢেউ
শুনিয়ে যাবে ভাসিয়ে নিয়ে যাবার ইতিহাস।
নির্জনের এই যে নীরব বিনির্মাণ
         নির্জন আত্মম্ভরিতা
তার কাছে নত হই, হারিয়ে ফেলি আমাদের যত কথা।