নিশাচরদের স্লোগান এবং চাঁদে ভ্রমণ
বুঝে নিতে হবে এখনও পাগল হইনি
এখনও গুণে রাখছি পূর্ণিমার সংখ্যা
এমনও  হয়েছে লন্ঠনও তীর্যকভাবে দেখছে


আলো বলতে শুধু দিন বুঝলে
মনে হয় কুয়োতেই বসে আছি এতকাল
         কোথাও যাইনি আমি -
 কেন যে আজকাল অকারণ তরী বাওয়া-
 যত বেশি মেঘের খবর
           যত বেশি শ্রাবণ জল
 ততটাই উন্মন হয়ে ওঠা ।


 বর্ষা ছুঁয়ে দিলে ধুয়ে যায় 
                         চাওয়াপাওয়া
 আয়নাবাচক বৃষ্টির দৃষ্টির সামনে
           সংগোপনে রাখতে হয় নিজস্ব দলিল। 
বড় ভয় হয় কখন বর্ষা এসে ছুঁয়ে দেয় ।