শিকড় যতই বিস্তৃত হোক মাটিতে
গাছেদের মাথা উঁচিয়ে থাকে আকাশে 
তাই মেঘেদের এত কাব্য 
             নেমে আসার এত প্রস্তুতি। 
দেখো কেমন হাইড্রোজেন
            অক্সিজেন নিয়ে রসায়নবিদ
             হয়ে ওঠে অনায়াসে, 
শুধু সেটুকু হলে নিমেষে অবিজ্ঞানী
             বলে দেওয়া যেত
কিন্তু মেঘেদের পরীক্ষাগারে এত
           ধনাত্মক, ঋণাত্মক এক্সপেরিমেন্ট দেখে
এখন নতুন আভিধানিক ভাষা খুঁজছি একটা 
ঠিকঠাক বিশেষণ দেবো বলে ।


সে নিয়ে মেঘেদের দরবারে জোরালো
       দাবী উঠতেই বৃষ্টি শুরু হয় বলেই বাঁচোয়া
নয়ত বিজ্ঞানী মেঘেদের সভা বসলে
আমাদের বৃষ্টি কিনতে হত কেজি দরে
                              আর সমুদ্র গ্যালনে…..