একা বসে থাকা এখন স্বভাবজাত হয়ে উঠেছে
কখনও রোদ ওঠে, কখনও মেঘ
কখনও কুয়াশা ঢেকে দেয়
তোমাকে আমাকে
আলো-আঁধারিতে ভাঙা সম্পর্কের
অস্পষ্ট দাগ দীর্ঘ হয়ে আসে
যদিও রোদ মাখাই
তবু বৃষ্টি ধুয়ে নিয়ে যায় আমাদের


একা একা বসে থাকি
মেঘ এসে তোমাকে নিয়ে গেলে
নিশ্চুপ হয়ে যায় পৃথিবী।