ধর্ম আর মানুষের মধ্যে পার্থক্য
         যেটুকু তাকেই পৃথিবী বলি
সেখানে লেখা মনুষ্যত্বের সংজ্ঞায়
      খেলা করে রোদ ও বৃষ্টি


পরিপূরক বলেই আলো ও আঁধারের সখ্যতা


এ পৃথিবীর ছাড়পত্রে নদীর সুখ ও লাবণ্য
খুঁজে না পেলে
            ডুবে যেতে হয় অতল শাসনে।


মাটি ও আকাশের মধ্যে
              এখনও পৃথিবী খুঁজছি …...
                           আমার পৃথিবী…...