আমি খুব রূপময়ী, স্বামী ভালোবাসে
কিছু কিনতে বলার আগেই আনে অনায়াসে |
গর্ব হয় খুব আমার, অহংকারও আছে
হয়তো কবে চাঁদ-সূয্যি আনবে আমার কাছে |


আমি খুব স্বল্পভাষী, সাধারণ মেয়ে
সারাদিন খেটে  চলি অভাবের দায়ে |
পতির পুণ্যে সতীর পুন্য মন দিয়ে মানি
দিনের শেষে আয় ব্যয় হিসাব করে গুনি |


আমি খুব প্রতিষ্ঠিত, নিজেই আয় করি
নিজের ভালো-মন্দ কাজ সবই করতে পারি |
জীবনটা ভীষণ ব্যস্ত ফুরসৎ নেই তাই
অফিস আসতে-যেতে সময় সকলি ফুরায় |


আমি খুব বকবকিয়ে, একটু রগচটাই
ছুতো পেলেই ঝগড়া বাঁধে এটাই ওটাই |
কাজের থেকে গল্পো বেশি করতে ভালোবাসি
জীবনটাকে ষোলো আনাই বাঁচি আর হাঁসি |


আমার অনেক রূপ, অনেক গুনের বাড়াবাড়ি
যেদিক দেখবে শুনবে আমার কীর্তি রকমারি |
সবার ঘরে বাস করি নিজের মতন করে
বিবিধ বৌ আমায় বলে জগৎ-সংসারে |