দেখা হলো ছাতনাতলায়, বিয়ের আসরে
বিয়ের পরে হলাম বর, ফিরলাম ঘরে |
ভাত কাপড়ের দিব্যি দিলাম, নিলাম মাথায় ভার
কে জানতো জীবন হবে দায় পালনের পাহাড় |


কিছুদিন কাটলো সুখে, এলো সন্তানেরা
খরচ দিব্যি বাড়লো, কিন্তু খুশিতেও দিশেহারা |
আস্তে আস্তে বড়ো হলো ছেলে মেয়ের বয়স
জামা জুতো বই কিনতেই হিসেব রাতদিবস |


বয়স বাড়লো, ব্যয়ও বাড়লো, কমলো শুধু পুঁজি
অবসরের পরেও তবু স্বপ্নে অফিস খুঁজি |
ছেলে মেয়ের বিয়ে দিয়েছি, কুটুম বাটুম ভালো
দেখতে দেখতে দাঁত পড়লো, চুল সব সাদা হলো |


সামনে নাতির মুখেভাতে আবদার লকেটহার
যাইহোক সবাইকে দিতে হবে মনমতো উপহার |
এই বয়সে যা কিছু সব সন্তানেরই হবে
আমার সবেই অধিকার জন্মসূত্রে পাবে |


অসুখ হলে, খেয়াল নিলে জাহির করে বেশ
ভালোই আছি, দায়টা মাথায় আছে ভরপেষ |
জীবনটাতো কেটেই গেলো কটা বছর বাকি
হয়তো শান্তি ওপারেতেই, তার আশাতেই থাকি |