জীবন চালাতে পথে নেমেছি তুমি আমি সবাই
মজুর কুলি ভিখারি সব জীবিকার আশায় |
কাটছে দিব্যি সরকারিতে বেতনটাতো মোটা
বেসরকারী কাজের বহর এদিক ওদিক ছোটা |
কাজের মাসির চাকরি গেছে টানাপোড়নের দিনে
ব্যবসায়ীরও মাথায় হাত টাকা মেটাতে ঋণে |
আমি তুমি দিব্যি আছি সচ্ছলতার ছায়ায়
প্রতিদিনের থালায় খাবার ছড়িয়ে ছিটিয়ে খায় |
আমার মুঠোয় তোমার মুঠোয় একথালা ভরবে
চলোনা ওটুকু দিয়ে কারো হাসি কিনবে |
আমার পাশে আছে অনেকে যার ঘরে নেই ভাত
তোমার ঘরে হয়তো মিলবে বাড়তি ভরা পাত |
তোমায় আমায় মিলে চলো জীবন খুঁজে আনি
জীবিকার এই ধারাপাতে চাই খাদ্য আর পানি |
জীবনের ধাঁধায় ঘুরতে শুধুই জীবিকার প্রয়োজন
দেখবে অনেকের কাছেই আছে লোকদেখানো আয়োজন |
আমার মতে ভিক্ষা বাদে আর সবটাই ভালো
শুধু আমার হাতটা ধোরো, সময় যখন কালো |
তুমি ভাববে কাজের মাসির,আমি দেখবো পাড়া
বস দেখবে পিয়নকে, মাস্টারের দায়িত্বে ছাত্ররা |
তোমার আয়ের ত্রিশ দিনের ঊনত্রিশটা নিও
একদিনটা নাহয় তুমি পৃথিবীকে দিও |
এসো আমরা গড়ে তুলি খুশির ধরাতল
মনটা পাবে প্রাণ আর প্রশান্তির বল |
জীবিকার এই ভেদাভেদ চলো এবার ভাঙি
পাশাপাশি ভুবনটাকে নতুন রঙে রাঙি |