আমি বিজয় দেখিনি
তবে এর গল্প শুনেছি
আমি বীরাঙ্গনাদের দেখিনি, তবে আমার মা-মায়েদের কান্না দেখে চলেছি
আমি হানাদারদের নৃশংসতা দেখিনি তবে রাজাকারদের রক্তগোঙানি দেখেছি।
আমি নারী,
আমি আমার - আমাদের বিজয় চাইনা
আমি ধর্ষিতা, লাঞ্চিতা, অবাঞ্চিতা,নিঃস্বেশিতা নিস্পেতিতের বিজয় চাইনা
বরং সেই হীনমন্য পুরুষের বিজয় চাই
যারা বলে-
নারী দাসী,অসহায়িনী,অবলিনী,নারী শুধু ভোগায়িনী
নারী চারদেয়ালের বন্দিনী,শিক্ষিত হওয়া স্বত্ত্বেও নারী শুধু সন্ধিনী,নন্দিনী,


আমি সেইসব নারীদের বিজয় চাই
যে নারীকে কেউ বলবে-
নারী তুমি মায়ের কাছ থেকে  তার ছেলেকে কেড়ে নেওয়া চাতুরিনী
ভাইকে ভাইয়ের কাছ থেকে পর করে দেওয়া ফন্দিনী
নারী তুমি ছলনিনী,কামিনী,দ্বিচারিনী,মা হয়ে সন্তান হত্যাকারিনী।


আমি সেই পুরুষকে ঘৃনা করি যে অন্ধকারে বীরত্বের, পেশিত্ত্বের বলিষ্টিনী


আর সেই নারীকেও যারা দেহেত্ত্বর যৌনাত্ত্বের,পাপীত্ত্বের অহংকারে পুরুষকে করে রাখে সঙ্গিনী