বন্দনা


মৌসুমী জামান বাপী


সুন্দর তুমি সুন্দরতম
আমারও অন্তর সম
বিকশিত কর  নিরাভিমান চিত্ত
আমি হারাবো তাতে নির্ঘুম নিত্য।
তোমার ঐ ----
বিরহ শূন্য নিগুঢ় জলাদিটা
আমি করে দেব নির্জলা।
শুধু আমাতে হারাও
ঘুম কাতুরে তোমার নিমগ্ন শরীরটা
কামিনী কাঞ্চীকে দাও।
আমি তোমার হতে পারি ঘেসো জমি
কূল বধু হয়ে কূল বাঁচানো
আমার কাছে নয় অতটা দামী।


সুন্দর তুমি শূন্য হও
ভরন্ত পূজারিণীর পূজোতে পূর্ণ হও
সুন্দর তুমি সন্ধ্যা হও
আমি তোমার বন্দনা হয়
সুন্দর তুমি শঙ্খ হও
আমি ভরানিশি জাগা
যাতনার শঙ্খিনীমালা হয়ে যাই
নইতো তুমি রাত হও
আমি রাতের বাহুতে হারিয়ে যাই ।