চাতকের পায়ে স্বপ্ন পাঠালাম
চাতক শুধু হাসলো।
দুঃখ পাঠালাম মেঘের কাছে
বৃষ্টি হয়ে ভাসলো।
আমার এক আকাশ মেঘ
দুই পৃথিবী সমান দুঃখ ভাবাবেশ
সবই যে নিয়তির আদেশ ।
আমার মন পাখিটি আমায় বলে যায়
কারে তুই করবি শাসন কারে করবি দান
বিধিই যে তোর বাম।
তোকে কি আর কিছু চাইতে আছে ?
পোড়ামনে ভালোবাসতে আছে?
কারো বিরহে কাঁদতে আছে?
লোকে বলে- দুই পৃথিবী সমান দুঃখ ছাড়া
কোথায় আর পেতাম এমন ভালোবাসার  দাম ?
আমি ভাবি- দুই পৃথিবী সমান দুঃখ আমার করবো কারে দান
দ্বিচারিনী আমার নাম
বিধিই যে আমার বাম