একটি সবুজ পাখি,
প্রকৃতির এই শাসন দেখে
জুড়িয়ে গেল তার  আঁখি


দো'চালা ঘরের ছাদ পেরিয়ে
পাকা ধানের পথ মাড়িয়ে
দেখে,
অদূরে ঢঙে বসে  আছে
দুটি খয়েরী পাখি

দুপুর হলে চৈত্রে পুড়ে পালকের নরম ভাজে
প্রকৃতির সুখ ভাগ করে নেয়
শীত বসন্ত ঝড় ঝাপটার মাঝে


একটু দূরে থমকে দাঁড়ায়
কোথায় এলাম আমি, এ কোন দেশে
এতো দেখি হাতির ঝিলের বেশে
ফুল আর পাখির মেলার শেষে
মাছগুলো সব ডিগবাজি খায়
বিকালের নরম রোদের কোল ঘেঁষে


উড়তে উড়তে ক্লান্তি শেষে
দুধের সাদা চরে
ডলফিনেরা পিট উঁচিয়ে লাফিয়ে লাফিয়ে ঘুরে


সকাল হলে আমের কাঁচা   রোদে
আপন মনে মোহন সুরে ডাকে
একটি হলুদ  পাখি
কোথায় যাবি?
দিস না আমায় ফাঁকি


এখানেও যে  ফুল ফুটে
সূর্য ওঠে
অস্ত গেলে  রাত ব্যাকুল হয়
কখন যে ঐ  তারাটি চন্দ্রের পানে ছোটে


দোহাই লাগে  আমায় ছেড়ে
আর কোথাও যাসনে ওরে  পাখি