হে বঙ্গবন্ধু !


-----মৌসুমী  জামান


কতদিন ভেবেছি তোমায় নিয়ে কবিতা লিখবো
চেষ্টাও করেছি বহুবার
পারিনি --সাধ্য কি আছে আমার ?
তুমিত নিজেই কবিদের জয়গান !!!


বাংলার  প্রকৃতির সব সুধা নিয়ে বিচিত্র রাজনীতির
ছলনাজল  একা পান করে হাজারো মা বোনের আঁধারের  কাব্যকথা
নিজের কণ্ঠে ধারণ করে বজ্রকণ্ঠ হয়ে
বাংলার আকাশে বাতাসে শানিত প্রবাহে
জয়বাংলার  কাব্যশোলক মর্মে মর্মে গেঁথে
করে গেছো দান । একটি নাম --  "বাংলাদেশ "


বল ? - কোন গায়েন তোমায় নিয়ে গায়বে গান ?
যতদিন রবে এবাংলা  
পাখির কণ্ঠে গান
যতদিন রবে তোমার  আদেশে  রক্ত দেবার নৌজোয়ান
ততদিন টালমাটাল করা হাওয়া এসে বাংলাকে ভিজিয়ে দিয়ে গেলেও
একটি গানই উচ্চারিত হবে - জয় বাংলা !জয় বঙ্গবন্ধু !
তোমার নামেইত মিশে আছে
মুক্তিপাগলদের উম্মাদনা করা গান
বাংলা থেকে সব মুশকিল কি হবেনা আসান ?


শিল্পীর তুলিতে তোমার অবয়ব আঁকবে
বল? -সাধ্য আছে কার ?
তুমিত নিজেকে এঁকে দিয়ে সীলমোহর মেরে
রয়ে  গেছো বাংলার প্রতিটি মানুষের সুউচ্চ মণিকোঠায়
তার উপর কারুকাজ করবে সাধ্য কি আছে তাহার ?


বল ? সাধ্য কি আছে আমার ?
মার্জনা করিও --আমার মতো সামান্যার
কাঁপা কাঁপা হাতে  তোমার " বঙ্গবন্ধু "
নামের হাতেখড়ি শিখিবার "দুঃসাহস" জানিবার !
"বঙ্গবন্ধু "তুমি যে সব সাধকের বড় সাধক
সেকথা মানিবার ! মানিবার ! মানিবার !