অন্ধগলি


কোন এক নিস্তেজ শহরের অন্ধগলিতে
কায়মনে বসে প্রার্থনা করছি -----

আমিও আজ একা
এই শহরের ইট পাথরে ঢাকা
বড় বড় দালাগুলোর মতো
যখন সূর্য খাড়া ভাবে আলো দিত
তখনকার কথা আলাদা
আজ অন্ধগলি আর এক চিলতে আলো
তাতেই যেন মাতামাতি
আমি জানি ---
বিকালের নরম রোদেরা
আমাকে নিয়ে আর হাঁটবে না
ওদের বিশ্বাসের সমকক্ষ নয় বলে
জানিনা কখন কবে নাকি আদেও
মনে করবার মতো
  কোন সূর্য ডুবি হয়েছিলো কিনা
  
তবে কেন ?
শেষ আলো শেষ অবদি রইলো না
বেডে উঠা লতাপাতার মতো
ধাবিত হলো আলো থেকে অন্ধকারে


এত জন কোলাহল এতো আলো
এই শহরে
আমার ঘরেই তো কত আলো
কিন্তু গলিটা এতো অন্ধকার যে
ঠিকঠাক মতো চিনে পৌঁছানো


আর কি-ই বা দায় বলো ?