যদি কখনো নিভে যায় সব আলো
যাবে কি বোঝা কে সাদা আর কে বা কালো!
কে বা রাজা আর কে প্রজা
কার কী ধর্ম যাবে কি বোঝা?
কে বা ধনী কে বা দীন
কে বিবর্ণ কে রঙিন?
নামলে আঁধার সব একাকার
এক পৃথিবী একই প্রাণ
দু'হাত বাড়িয়ে চলো গাই গান
আমরা সবাই ঈশ্বরের সন্তান!
যদি কখনো নিভে যায় সব আলো
যাবে কি বোঝা কে সাদা আর কে বা কালো!
কে বা রাজা আর কে প্রজা
কার কী ধর্ম যাবে কি বোঝা?
কে বা ধনী কে বা দীন
কে বিবর্ণ কে রঙিন?
নামলে আঁধার সব একাকার
এক পৃথিবী একই প্রাণ
দু'হাত বাড়িয়ে চলো গাই গান
আমরা সবাই ঈশ্বরের সন্তান!
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ১৮টি মন্তব্য এসেছে।
DARUN LIKHECHO.Tomar chobi dekhe tomar preme pore gechi..Sotti o sotti... Chobi ti change koro na.. Megh koreche bristi hobe.. du haat bariye cholo gaan kori.. kande kano mon are kande re.....
Bhalobasa...PIKU
আঁধার হলে, চন্দ্র কোলে
হাসে মনের রাণী,
তাই না দেখে প্রেমিক সুজন
করে পাগলামি ।
জাস্ট, অসাধারণ !
বাস্তবতা এটাই। ভালো থাকুন। সম্মানিত ও প্রিয় কবিকে জানাই অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।
ভীষণ ভাল বক্তব্যময় উপস্থাপন। শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
বর্ণবাদ বিরোধিতা, সাম্যবাদ, মানবতাবাদ সব একাকার হয়ে মনকে ভীষণ নাড়া দেয় ।
দুর্দান্ত প্রকাশ। খুব সুন্দর অনুভূতি দিয়ে লেখা অসাধারণ বাস্তব অনুভবের প্রকাশ প্রিয় কবি ।
"আমরা সবাই ঈশ্বরের সন্তান!" - খুব ভালো লাগলো কাব্য অনুভব! এভাবেই কবিতা লিখে পৃথিবীকে মলিনতা মুক্ত করে ফেলতে হবে! বা চেষ্টা তো করতে হবে!! সুন্দর কবিতার গঠন এবং প্রকাশ। অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
Khub sundar bhabanar kobita.bhalo thakun
Wonderful.
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.