বর্তমানের হাত ধরে চলি পথ
চলতে চলতে চিনতে শিখছি তাকে,
জানিনা সে আমার প্রকৃত বন্ধু কিনা!


জানি সে আর ফিরবে না...তবু
ভীষণ কাছের মনে হয়...অতীতকে!
বর্তমান যখন প্রলোভনের পথে পা বাড়াতে বলে,
কোথায় যেন ধ্বনিত হয় অতীতের সতর্ক বার্তা...
ভুল হচ্ছে আবারও!
কখনও আবার তারই সম্মতিতে স্বস্তির আশ্বাস...
হয়তো বা সবচেয়ে সঠিক পথটি বেছে নেওয়া!
প্রকৃত বন্ধুর পরিচয়ে জীবন পাতায়
অতীতের আনাগোনা!


ভবিষ্যতকে চিনিনা,জানিনা
তবু তারই জন্যে পথ চলা....অন্তহীন!
তাকে ভালোবেসেই স্বপ্ন দেখা....দিবানিশি
যত ভাবনা কল্পনা দিন গোনা...
শুধু তারই জন্যে!
সবার মতো আমিও দেখতে চাই
তার সুন্দরতম রূপ...!


ভবিষ্যতকে ভালোবেসে অতীতের পরামর্শে
বর্তমানের হাতটি ধরে....পথ চলা অজানায়!


হিসেব কখনও মেলে
কখনও বা গোঁজামিলে...
কখনও বা মেলে ঠিক
সময় হারিয়ে গেলে!


অবশেষে ধরা দেয় সেই সময়
জীবন তখন প্রপঞ্চময়....!