মিঠে আলো কে ছড়ালো...
মিঠেল ভোরে ফুল কুড়ানোর বেলায়?
আমার নামেতে লেখা চিঠিখানি
ভাসছে মেঘের ভেলায়!
তনু মনে শিহরণ যেন নবজাগরণ,
কার পদধ্বনি শুনে উতলা হল যে মন...
কানে কানে কিছু যেন...বলছে জীবন!
দূরে ওই মেঠো পথে ফিরে ফিরে চায় চোখ,
ব্যাকুল হৃদয় ছুঁয়ে...টান সে অমোঘ!
একমুঠো রঙ কে যে ছড়িয়েছে আকাশে
দূর অচেনায় ভাসে মন তারি আবেশে...!