মামদো ভূতের শান্ত ছানা
নাচছে যে আজ ধিন্-তা না না,
বকলে বলে থামব না না
কী হলো তার কেউ বোঝে না!
হার মেনেছে বদ্যি ওঝা
ব্যাপার মোটেই নয় যে সোজা!


ভঁর কঁরেছে মাঁনুষ বুঁঝি
বলছে যে শাকচুন্নী,
কীঁ হঁলো গোঁ ছেঁলের আঁমার
ভিমড়ি খেলো পেত্নী!
সবার শেষে ব্রহ্মদৈত্যি
এল খবর নিয়ে,
জানতে পেলাম কান্ড আজব
শেওড়া গাছে গিয়ে!
রঙ্গরসের ব্যঙ্গ পদ্যে
লড়াই তো সেই চেনা,
প্রথম হলো এবার তাতে
রাঁম গঁড়ুরের ছাঁনা!