শহুরে কোলাহল ঠেলে
উন্নয়নের দেওয়াল টপকে
একটু দূরে কোথাও...
যেখানে আঁধার ঘনায়,
খুঁজলে এখনও হয়তো দু'চারটে
জোনাকীর দেখা পাওয়া যায়!
তবে সাধ করে আর বলতে ইচ্ছে হয় না এখন...
"...কী সুখে ওই ডানা দুটি মেলেছ"!
তার চেয়ে বরং বলি...
মানব মনের আনাচ-কানাচ
করছে দখল কালো,
তা কি তুমি দেখেছ?
দাও না বলে...
কেমন করে মানুষ মনে
জ্বালবে এমন আলো?
ওদেরও তো অ...নেক ছিল
আলোকসম সব,
ম্লান করে আজ দাপিয়ে বেড়ায়
কালোর কলরব!
কেমন করে আজও একই
জ্বালাও আপন আলো?
সময় করে একটু যদি
রহস্যটা বলো!