সন্ধ্যে নামার একটু পরেই ঘুমিয়ে পড়ে রাতের রজনীগন্ধা
দু'চোখ ভেঙে ঘুম চলে আসে, ভীষণ ক্লান্ত কামিনী
কোথা থেকে মেঘ উড়ে এসে ঢাকে জোছনা
মায়াবী আবেশে আর মাতে না যামিনী।
জানি না একে প্রেম বলে কিনা এখনও
শ্যাওলার মতো ভেসে যাওয়া তবু বেহায়া অভ্যেসে
খুব একঘেয়ে জীবন তবুও চায় না কোনো নতুনও।
আগের মতো নামতে নারাজ প্রতিযোগিতায়
কে কতটা কার জন্য,
যে যার পছন্দে চারাগাছ পোঁতে,লক্ষ্য সবুজ অরণ্য।
একটা "sorry"-তে সব সমাধান তবুও ওই যে "ego"
পাতালের পথে এক পা এগিয়ে...ভাবনায় রচে স্বর্গ।
পাশ বালিশের ব্যবধানে দ্বিধাবিভক্ত পোড় খাওয়া প্রেম শরীরী ভাষায় নিশ্চুপ উদাসীন
মান থাকে না অধিকারবোধে জমে যায় কত ঋণ।
কোন সে বাঁধনে বাঁধা পড়ে থাকেবু দুটি মন প্াণ
চাওয়া পাওয়ার সীমা ছাড়িয়ে
অতীন্দ্রিয় অনুভবের ওমে অতন্দ্র প্রহরী ভালোবাসা থাকে আমরণ ঠায় দাঁড়িয়ে।