কাব্য নদী নাব্য কি না
কীসের এতো ভয়,
ভাবনা দিয়ে নৌকো গড়ে
ভাসিয়ে দিলেই হয়!
সবুজ ঘেরা ঝর্ণা যদি
না ডাকে নীল ছুঁয়ে,
খুঁজতে হবে পথটি চলার
সন্ধানী চোখ নিয়ে!
পাড়ভাঙা মন একলা শ্রাবণ
সাধল যদি বাধ,
থাকবে তবু ভরসা আমার
আমিতে অগাধ!
রাত যদিও এখন কালো
ঘুমের দেশে চাঁদ,
জোছনা এসে বাসলে ভালো
মিটবে আলোর সাধ!