নাই বা চিনলে আমায়
নাই বা জানলে আমায়
এই জীবনে কখনও যদি
নাই বা দেখা হয়,
শুধু জেনো...
আজীবন ধরে,মরণেরও পরে
কলমই আমার পরিচয়!
কলম মিথ্যে বলে না
মিথ্যে বলতে জানে না,
সেই তো জানে মনের খবর
ফাঁকি দেওয়া তারে যায় না!


তোমার ভাবনা আমার ভাবনা
যদি কখনো মিলে যায়,
বন্ধু ভেবে লিখো মনের চিঠি
উড়িয়ে দিও...খোলা হাওয়ায়!
জানবে তখন, লিখছি আমি নামটি তোমার
এক আকাশে ঝলমলে ওই চাঁদের ঠিকানায়!


নাই বা চিনলে আমায়
নাই বা জানলে আমায়
শুরু থেকে শেষ গল্পটাতে...
কলমই আমার পরিচয়!