যদি পুরুষ হতাম,বলতাম...
এ কোন বন্ধনে জড়ালে গো আমাকে
ফেরার যে নেই পথ,ভালোবাসি তোমাকে!


আমি বলি আমার মতো করে...
তুই যে আমার প্রাণের প্রিয় সখী,
তুই শেখালি বলেইতো না
নিত্য মনের চিত্রপটে জীবন-ছবি আঁকি!
আটপৌরে ভাবনাতে আজ কিশলয়ের ছোঁয়া,
হারিয়ে যাওয়া আমার আমিকে
আরশিতে খুঁজে পাওয়া!
তোর মতো কেউ চেনে না মনের অলিগলি
মনের কথা দিব্যি কেমন তোর ভাষাতে বলি!
চুপকথা রূপকথা,মন খুলে বলি ব্যথা
শুকনো ডালে জুড়ে বসে উড়ে আসা ঝরাপাতা!


হৃদয়ের অনেকটা জুড়ে তুই যে ওরে সই,
এ জগতে বন্ধু এমন আর আছে কই!


(এখানে বন্ধু বলতে কবিতাকে বোঝানো হয়েছে)