সুর থেকে বহুদূরে
জীবন যেখানে গায় বেসুরে,
ঝড়...অন্তঃপুরে
শূন্য আবেশে অনুভবে আমি...
মধ্য সায়রে!
নয়ন সজলে ফুটেছে অভিমান...
চাপা অধরে,
বাড়িয়েছি তবু উদাসীন দু'হাত
জীবনের দ্বারে দ্বারে...অনাদরে!


বেলাশেষে আসি যখন ঘরে ফিরে,
কে যেন কখন শূন্য দু'হাত...
দিয়েছে পূর্ণ করে!