ভীষণ ইচ্ছে করে...
আয়নার ওপারে দাঁড়িয়ে থাকা নির্বাক মানুষটাকে ভালোবাসতে,
ওর চোখে দেখেছি আমি অতলতার আহ্বান!
এক পা এগোলে দু'পা পিছিয়ে আসি,
সেই একই প্রশ্নের আজও একটাই উত্তর...
আমি তো যোগ্য নই!
ফিরে আসি এক বুক যন্ত্রনায় ঘুরে দাঁড়ানোর অঙ্গীকারে।
পার হয়ে গেছে অ..নেকটা ব্যর্থ সময়
দূরত্বটাতো মুহূর্তের নয়
আত্মার সঙ্গে একাত্মতার।
আরশি কখনো প্রশ্রয় দেয়নি...
স্বচ্ছতার কাছে হার মানে ভালোবাসার অভিনয়
ভালো থাকার মিথ্যে প্রয়াস।
চোখের পলকে হারাচ্ছে সময়
কাজ বাকি বিস্তর...
স্বার্থক হবে এই যে বেঁচে থাকা
যেদিন চোখে চোখ রেখে আয়নাতে
বলব তাকে নির্দ্বিধায়...ভালোবাসি!