তুমি মানে....
চার দেওয়ালের বিশেষ সজ্জায়
তোমায় খুঁজে ফেরা নয়,
তোমার মহিমা প্রমাণ করতে
বিশেষ পোশাকে প্রচার নয়!


তোমার নামেতে ঝরলে রক্ত
তোমার ভক্ত...প্রমাণ হয়?


তুমি মানে তো....
যখন যেখানে যেমন আছি
শুধু অনুভব করে যেতে হয়,
মাটির মূর্তি পাথর কিংবা
যুক্তি তর্কে কোথায় তুমি?
মন যদি বলে তুমি আছো পাশে...
অবিচল থেকে অনিবার তোমায়
বিশ্বাসে বেঁধে রাখতে হয়!