পূজারী মন,পূজিত ভাবনা....
হৃদয় মন্দিরে চলে নিত্য আরাধনা!
শব্দ কলম শূণ্যপাতা,পুজোর উপকরণ
ভক্তিভরা মন ছুঁয়ে যায় ভাবনার রাঙা চরণ!
সুখ দুঃখ ভালোবাসা, যেন শঙ্খের সুর,
আশার প্রদীপ জ্বালিয়ে নয়ন আনন্দে ভরপুর!
অঞ্জলিতে অর্পিত হৃদ-গহীনের সব,
মন মাঝারে পবিত্র এক পেলব অনুভব!
প্রসাদরূপে নিত্য মেলে নতুন স্বাদে কবিতা,
মেঘের আড়াল থেকে যেন মুচকি হাসে সবিতা!
নতুন আলোর স্পর্শে জীবন পায় যে পরম তৃপ্তি,
চলার পথে ফিকে সময়ে এ যেন রঙিন প্রাপ্তি!