আড়াই বছর পর....
পা মাটি ছুঁতেই,ফিরে পাওয়া
পরস্পরের ভাবনায় মিশে
একে অপরকে খুঁজে নেওয়া,
নিজের মাঝে নতুন করে
আবার হারিয়ে যাওয়া!
আধুনিকতা কিছুটা ছুঁলেও
অত্যাধুনিকতা যোজন দূরে এখনও
আটপৌরে কিছু সময় বর্তমান জুড়ে,
কই আর তো কেউ এমন করে
আপন ভাবে না কখনও!
আনাচে কানাচে লুকিয়ে শৈশব...
উঁকি মেরে বলে...আয়,
আকাশে তো উড়েছি ঢের
মন যেন আজ শুধুই মাটি ছুঁতে চায়!


ওরা তো ভীষণ স্মার্ট...
ছিমছাম এক স্নিগ্ধ রূপে
সাজাতে চায় সে নিজেকে,
আধুনিকতার আলতো ছোঁয়ায়
রূপটানে সেই পুরোনো শর্টকাট!
এই যে সেই নদী....
আমার জন্মলগ্ন থেকে বইতে দেখেছি নিরবধি
শান্ত স্রোতের স্নিগ্ধ ছোঁয়ায়
দুঃখ সুখের পরম সাথী!
এখানে প্রাণ,এখানে মান
এই মাটিতেই গায় যে কন্ঠ,জীবনের জয়গান!


ঠিক যেভাবে চাই....
না চাইতে জানি না কীভাবে সবটা পেয়ে যাই!
এখানে চোখের তারায় মমতা
পথে যে স্নেহের আঁচল পাতা,
দুনিয়া যখন সুখের সাথী....
এই তো শুধু বোঝে ব্যথা!
ছোট্ট হলেও শান্ত ভারি,স্নিগ্ধ রূপবতী
কোথায় যেন আজও একই
নেই আধুনিকতার বহর,
স্নেহ মমতা ভালোবাসা কাকে বলে
জানে শুধু...আমার ছোট্ট শহর!