শব্দ,আলো,বর্ণাঢ্য অনুষ্ঠানের
প্রতিযোগিতার মাধ্যমে
বরণ করতে চলেছি আরও একটা
নতুন বছর!
আমরা যারা নিজের হাতে
চেতনার বিসর্জন দিতে পারিনি এখনও,
মনে প্রাণে চাই বিবেক হোক পথপ্রদর্শক
ভীষণভাবে আশা করে থাকি
বদলে যাক ছবিটা!
ক্যালেন্ডারের পাতায় নয়
রঙিন হয়ে উঠুক প্রতিটি দিন
বিচার বুদ্ধি চেতনায়,
জাগরিত হোক মানবিক বোধ
ভুলগুলো সব ফুল হয়ে ফুটুক অনুশোচনায়!
ভীষণভাবে চাই...দেখার বাইরে
যে পৃথিবীটা আরও সুন্দর,
তার দৃপ্ত ছোঁয়ায় গুঁড়িয়ে যাক বৈষম্যের প্রাচীর
প্রতিটি মানবজীবন হয়ে উঠুক সুন্দরতম!
হয়তো শিল্পীর ইজেলে বদলে যাওয়া সেই ছবি
নাড়িয়ে দেবে কোনো আবেগী মন
ঠিক যেমন,রোদ্দুর হতে চাওয়া অমলকান্তির
অপূর্ণ সাধকে বাঁচিয়ে রাখে কবির আবেগী কলম!
ফিকে হয়ে যায় স্মৃতির রঙ,সেতো স্বাভাবিক
শুধু সুন্দরটুকু আঁকড়ে ধরে
আশার হাতে হাত রেখে
কোনো এক বর্ণিল আগামীর আশে
নতুন দিনের সূর্যের অপেক্ষায়
এখন শুধু প্রহর গোনা...!