কতোবার বলেছি তোমায়...
কিশলয়ে মোড়া উছলিত প্রাণ
কিশোরী তুমি নও,
সদ্য যৌবন প্রাপ্ত,উন্মাদনায় মুখরিত
যুবতীও তুমি নও!
পরিপূর্ণ নারী তুমি...
হারিয়ে গেছে তোমার তুমি
সাক্ষী যে তার শুধুই আমি!
জল ভরা চোখে তুমি
কেন আস বার বার,
ফিরিয়ে দেব তোমার তুমি
সাধ্য নেই যে আমার!
আত্মসুখের সংকীর্ণ জীবন বৃত্ত
তোমার জন্য নয়,
নারীকে যে বৃহত্তর সীমায় উত্তীর্ণ হতে হয়!
পথনির্দেশিকায়...
ত্যাগ সংযম সহনশীলতা,
মহানুভবতা কোমলতা...মায়া মমতা
অশুভকে ছাপিয়ে শুভ বার্তা...
রিক্ততার অবদানে
অন্তিমে সে পথে শুধুই পূর্ণতা!
জগতের ধারক ও বাহক তুমি
কেন খোঁজো তোমার তুমি?
তোমার দু'চোখের অচলা ভক্তিতে...অন্তর্যামী
এই যে তুমি...সবার তুমি!
ভালোবাসার মূর্ত প্রতীক তুমি
প্রজ্জ্বলিত শুভদীপ হাতে সুন্দরতম আগামীর পথে
তোমার মঙ্গলময় পদচারণা যে
সবচেয়ে বেশি দামী!


কেন খোঁজো তোমার তুমি...
পরিপূর্ণ নারী তুমি,
তোমার দু'চোখের তারায় সম্ভাবনাময়
সুন্দর আগামী...!


(সুন্দর সুস্থ মঙ্গলময় সমাজ গঠনে নারীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি...নারীর হাতেই আগামীর  লালন পালন...পুরুষের শুভবুদ্ধি ও শুভশক্তিও কোথায় যেন অনেকাংশে নারীর কাছেই বাঁধা পড়ে রয়...মূলত এই ভাবনা থেকেই আমার অত্যন্ত সীমিত ক্ষমতায় আজকের ক্ষুদ্র প্রয়াস!)