নতুন সূর্য উঠবে আবার
ফুটবে আবার ফুল,
জীবন আবার আগের মতোই
হবে যে নির্ভুল!
বহু আশায় বুক বেঁধেছি
শেকল-ছেঁড়া গান বেঁধেছি!
ভাঙা নায়ে পাল তুলেছি
স্রোত যে প্রতিকূল!


ঘুচবে অমারাত্রি কালো
চাঁদ যে ছোঁবে আলো,
মনপ্রদীপের শিখায় আবার
লাগবে জগৎ ভালো!
একদিন ঠিক গাইবে পাখিরা
জীবনের জয়গান,
দেখবে সময় আলোর স্পর্শে
কালোর অবসান!