মেঘের চাদরে কোমল আদরে
কিছু স্বপ্নেরা আজও ঘুমিয়ে,
হৃদয়ের মাঝে সাধ কিছু আজও
কেন যে রেখেছি জমিয়ে!
আশা নিয়ে বুকে দিন গুনি বসে
স্বপ্নেরা বুঝি জাগে,
স্বপ্নের পরী কোনো এক রাতে
ছুঁয়ে দিলে অনুরাগে!
আড়াল সরিয়ে সাধগুলো বুঝি
ধরা দিল এসে দ্বারে,
সোনালি আবেশে প্রিয় বলে কেউ
ডাকে যদি এ আমারে!
জানি তো আঁধার তবু যেন ডাকে
ঝলমলে ওই সীমানা,
সুখের পাখিরা ভোরের আকাশে
বুঝি মেলে দিল ডানা!
খোলা জানালায় খেয়ালি বাতাস
এই বুঝি দেয় দোলা,
রাত্রি শেষে দিনের আশে
চেয়ে থাকি সারা বেলা!